লচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নুর মুম্বাইয়ের বাড়িতে বুধবার আচমকাই হানা দিল আয়কর দপ্তর। জোর কদমে চলছে তল্লাশি, কি কারনে এই সার্চ অপারেশন চলছে সে নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি। তবে হানার খবর নিশ্চিত করেছে ইনকাম ট্যাক্স ডিপারমেন্ট। তাপসী পান্নু, অনুরাগ ছাড়াও পরিচালক-প্রযোজক বিকাশ বহেল, মধু মান্টেনার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপারমেন্ট।

জানা গিয়েছে ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। ২০১৮ সালের মামলা এটি। তল্লাশি চলছে শিবাশিস সরকার যিনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এর সিইও,  আফসার জাইদি যিনি এক্সিড এর সিইও, বিজয় সুব্রাক্ষণ্যম KWAN সিইও। এক্সিড ইন্টারটেইনমেন্ট ও KWAN ইন্টারটেইনমেন্ট বলিউডের দুটি জনপ্রিয় সেলিব্রেটি ম্যানেজমেন্ট সংস্থা। সম্প্রতি সুশান্ত মামলায় বারবার বিতর্কে উঠে এসেছে KWAN এর নাম।


অনুরাগ কাশ্যপ,বিক্রমাদিত্য মোটওয়ানি, মধু মেন্টেনা, বিকাল বহেল চার বন্ধু একসঙ্গে শুরু করেছিলেন প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস। আর তারপর ২০১৫ সালের মার্চে, রিলায়েন্স এই সংস্থা ৫০ শতাংশ শেয়ার কিনে নেন।


২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের এক মহিলা করবি বিকাশ বহেল এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করার পর বিতর্কে নাম জড়ায় এই কোম্পানির। আর তার কয়েক মাসের মধ্যে ২০১৮ সালে ঝাঁপ বন্ধ হয় এই প্রযোজনা সংস্থার।


 

Post a Comment

নবীনতর পূর্বতন